রাতের রাস্তায় সাহায্যের আর্তি নিয়ে ছুটছে ধর্ষিতা তরুণী! অতঃপর… - Women Words

রাতের রাস্তায় সাহায্যের আর্তি নিয়ে ছুটছে ধর্ষিতা তরুণী! অতঃপর…

সাদাটপের সঙ্গে মেরুন স্কার্ট পরা তরুণীর পোশাক এলোমেলো। রাতের রাস্তায় সাহায্যের জন্য ছুটে বেড়াচ্ছেন তিনি।তরুণীর চিৎকার শুনে জড়ো হয়ে গেলেন পথচারীরা। তিনি জানালেন, তাঁকে ধর্ষণ করে তাঁর সব কিছু কেড়েনিয়েপালিয়েছে এক যুবক।

কিন্তু এই ঘটনা শোনারপর পথচলতি মানুষজন এমনকি, নারীরাও যেসব কথা শোনালেন এবং কু–ইঙ্গিত করলেন, তাশুনলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আপন মনে হয়তো প্রশ্ন করে বসবেন, এ কোন সমাজেবাস করি আমরা!

ঘটনা লেবাননের রাজধানী বৈরুতের রাস্তায়। ওই তরুণী ধর্ষণেরকথা বলার পর তাঁকে সাহায্যকরার বদলে উল্টে প্রশ্নতুলে দিলেন তাঁর চরিত্র নিয়েই। কেউ বললেন, কল গার্ল। কেউআবার প্রশ্ন করলেন, ড্রাগ নিয়েছেন কিনা।
কারও বক্তব্য, এত ছোট পোশাকপরে রাতে ঘোরাফেরা করলে এই অবস্থার মুখোমুখিহওয়াটাই স্বাভাবিক। এক নারীপর্যন্তবলে বসলেন, এখানে এসব কথা না বলতে। তাঁরবোন হলে নাকি এরকম পোশাক পরতে পারত না। অন্য একজনের মন্তব্য, নির্ঘাত কল গার্ল, তাইতাঁর সঙ্গে এমন কাণ্ড ঘটেছে।
গোটা এই পর্বে একব্যক্তিকে শুধু একটি কোট পরিয়ে দিতে দেখা গিয়েছে। বাকি জনমানসের প্রতিক্রিয়া মোটামুটিএক। অথচ কাউকেই ধর্ষকের সম্পর্কে একটি প্রশ্নও করতে দেখা যায়নি।
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে লেবাননের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তার পরথেকেই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভাইরাল  হয়ে গিয়েছে এই ভিডিও।
আসলে এটি ছিল একটি প্রচারণার অংশ। মানাল নামের ওই তরুণী ধর্ষিতারভূমিকায় অভিনয় করেছেন। যদিওপথচলতি মানুষেরা কোনো অভিনয়ের অংশ ছিলেননা, তাদের প্রতিক্রিয়া ছিল বাস্তব।
প্রচারের নাম ‘শেম অন হু’।সংস্থার উদ্দেশ্য, ধর্ষিতার প্রতি নয়, সমাজের ঘৃনা–বিদ্বেষ পোষণ করা উচিত ধর্ষকদেরপ্রতি। সেই প্রচারেরই অংশ এই ভিডিও।

সূত্র: কালের কন্ঠ