জুলাই ২৪, ২০১৭ - Women Words

Day: জুলাই ২৪, ২০১৭

মায়াবতী

মায়াবতী

রোমেনা লেইস ছোট্ট মহকুমা শহর গাইবান্ধা ।এপ্রিল মাসের মাঝামাঝি ।মফিজুর রহমান কোর্ট থেকে ফিরলেন তাড়াতাড়ি । ‘মায়ার মা ও মায়ার মা এদিকে আস।’ মায়ার আম্মা জাহানারা বেগম রান্না ঘরে রান্না করছিলেন।সেখান থেকে ছুটে আসলেন।শোবার ঘরে ফ্যান চালিয়ে বসলেন মফিজ সাহেবের পাশে।মফিজ সাহেব বললেন, ‘মায়া কোথায় ?’ ‘ও তো কলেজে ।ফিরে নাই এখনো।’ ‘শোন মায়ার মা, ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে।ছেলে ডাক্তার ।গাইবান্ধারই ছেলে। বংশও খুব ভাল।বনেদী পরিবার ।দুই ভাই কোন বোন নাই। বড়ভাই বিরাট ব্যবসায়ী।শাহঘাটায় ছেলের বাবার দোতালাবাড়ি।গ্রামের বাড়ি তে প্রচুর ধানীজমি।ছেলে মোহসিন আলী রাজন।রংপুর মেডিকেল থেকে পাশ করে কাউনিয়া স্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হয়েছে । মায়ার ভাগ্য ভাল। মায়াকে কলেজের সামনে ছেলের বাবা আর ছেলে দেখেছে।ওদের পছন্দ হয়েছে খুব।আজ আমাদের পেয়ারা ডাক্তারের বন্ধু মজিবর আসলো আমার কাছে।এসে আমার হাত ধরে বললো -মফিজুর তুমি কলাম না