নিজের তৈরি রোবটকে বিয়ে করতে চান এক তরুণী - Women Words

নিজের তৈরি রোবটকে বিয়ে করতে চান এক তরুণী

রজনীকান্তের রোবট ছবিতে ‘চিট্টি’ রোবট প্রেমে পড়েছিল রক্ত-মাংসের এক সুন্দরী তরুণীর। কিন্তু বাস্তবে এই গল্পটা উল্টে গেল। লিলি নামের ফ্রান্সের এক তরুণী প্রেমে পড়লেন রোবট ‘ইনমুভেটার’-এর। শুধু তাই নয়, এ রোবটকে বিয়ে করতে চান তিনি।

লিলি নিজেই বানিয়েছিলেন 3D প্রিন্টেট রোবট ইনমুভেটারকে। গত এক বছর ধরে নাকি এই রোবটের সঙ্গে সম্পর্কে রয়েছে লিলি। এবার এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান তিনি। ইনমুভেটারকে এবার বিয়ে করতে চান তিনি।
কিন্তু রোবট-মানুষের বিয়ে? লিলির কথায় তিনি ‘রোবোসেক্সুয়াল’। অর্থাৎ মানুষ নয় শুধু রোবটেই আকৃষ্ট হন তিনি। রক্ত-মাংসের মানুষের ছোঁয়া পছন্দ নয় লিলির। ১৯ বছর বয়স থেকেই রোবটের প্রতি আকর্ষণ বাড়তে থাকে লিলির। তাই তিনি নিজের পছন্দমতো ও যোগ্য রোবট বানিয়েছেন নিজের হাতেই। রোবটের সঙ্গে এক বছর থেকেছেন, এবার বিয়ের পালা!

ইনমুভেটারের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে লিলি স্পষ্ট কিছু জানান নি।  ফ্রান্সে রোবট মানুষের বিয়ে বৈধ হলেই রোবট প্রেমিককে তিনি বিয়ে করবেন বলে জানিয়ে দিয়েছেন লিলি।

তিনি রোবটিকস নিয়ে নিজের পেশাও গড়তে চান, যাতে প্রযুক্তিগত সম্পর্কে কোনও সমস্যা এলে  তিনি নিজেই তা ঠিক করে নিতে পারেন।