অভিনেতা ওম পুরি মারা গেছেন - Women Words

অভিনেতা ওম পুরি মারা গেছেন

ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওম পুরি আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন। মুম্বাইয়ের নিজ বাসায় ৬৬ বছর বয়সী এ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য প্রকাশ পেয়েছে।

বর্ষীয়ান এ অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু অশোক পন্ডিত এক টুইটার বার্তায় বলেন,শোক ও দুঃখের সংবাদ। শুক্রবার সকালে বর্ষীয়ান অভিনেতা ওম পুরি মারা গেছেন।

টিওআই বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শুটিং শেষে বাসায় ফেরেন ওম পুরি। শুক্রবার সকালে তাকে বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়।

ওম পুরি ১৯৫০ সালের ১৮ অক্টোবর ভারতের পাঞ্জাবের পাতিয়ালার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বাধিক চারবার ভারতীয় বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তার বাবা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

চার দশক ধরে নানা ধরনের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করলেও ওমপুরিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল ভিলেন চরিত্রের অভিনয়। কেবল ভারতীয় মূল ধারার চলচ্চিত্রে নয়, বিকল্প ধারার সিনেমাতেও তার বলিষ্ঠ অভিনয় দেখেছে ভারতীয় উপমহাদেশের দর্শক। হলিউড ও ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি খ্যাতি পেয়েছেন।

ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বিতর্কে জড়ানোর পর গতবছর অক্টোবরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কার পাওয়া এই চলচ্চিত্র তারকা। তিনি সর্বাধিক ৪ বার পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

হরিয়ানার আমবালায় জন্ম নেওয়া ওমপুরি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্কুল অব ড্রামা থেকে ১৯৭৩ সালে ডিগ্রি নেন। সেখানে তার সহপাঠী ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা নাসিরউদ্দিন শাহ।

১৯৭৬ সালে মারাঠি চলচ্চিত্র ঘাসিরাম কোতোয়াল দিয়ে পর্দায় অভিষেক হয় ওম পুরির। নাট্যকার বিজয় টেন্ডুলকরের মারাঠি নাটকের ভিত্তিতে নির্মিত হয়েছিল চলচ্চিত্রটি।

এরপর আক্রোশ, জানে ভি দো ইয়ারো, অর্ধ সত্য, পার, মাচিস, মিরচ মাসালা, ধারাভির মতো দর্শকপ্রিয় বহু সিনেমা ওম পুরিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

ভারতীয় চলচ্চিত্র বোদ্ধাদের মতে, নাসিরুদ্দিন শাহ, ওম পুরি, শাবানা আজমী ও স্মিতা পাতিলের হাত ধরেই আশির দশকে ভারতীয় চলচ্চিত্রের গতিপথ পাল্টে যায়।

ওম পুরি ১৯৯০ সালে ব্রিটিশ নির্মাতা রিচার্ড অ্যাটেনবরোর ‘গান্ধী’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। ওই বছরই ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।

ব্রিটিশ চলচ্চিত্র সিটি অফ জয়, ইস্ট ইজ ইস্ট ও টিভি সিরিজ জুয়েল ইন দ্য ক্রাউন এবং হলিউডের সিটি অব জয়, উলফ, দ্য গোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস ও ইন্ডিয়ানা জোনসের টেম্পল অব ডুমে অভিনয় ওম পুরিকে পশ্চিমের দর্শকদের কাছেও পরিচিত করে তোলে। জুলিয়া রবার্টস ও টম হ্যাঙ্কসের সঙ্গে চার্লি উইলসন ওয়ার চলচ্চিত্রে জেনারেল জিয়া উল হকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি।

জনপ্রিয় এ অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সহঅভিনেতা অনুপম খের, চিত্রনির্মাতা করন জোহর, মাধুর ভাণ্ডারকার ও সুজিত সরকারও অভিনেতা ওম পুরির মৃত্যুতে শোক জানিয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।

সূত্র: বিডিনিউজ২৪