বাইক চালিয়ে আত্মনির্ভরশীল রুবি - Women Words

বাইক চালিয়ে আত্মনির্ভরশীল রুবি

ভারতে নারীদের জন্য বাইক সার্ভিস সুবিধা এনে দিচ্ছে ‘বিক্সি’ নামের একটি অ্যাপ। এ সার্ভিসটি মূলত নারীদের সেবা দেয়ার জন্যই চালু করা হয়েছে, যেটির চালক নারীরাই।

ভারতে কিছু পুরুষ ট্রাক্সি চালকদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ থাকায় নারীদের জন্য এ সেবাটি চালু করা হয়েছে।

এ সার্ভিসের একজন চালক রুবি জানান, এই সার্ভিসের মাধ্যমে তাঁর জীবন পাল্টে গেছে। আগে তিনি বাড়ি থেকে বের হতেই ভয় পেতেন, আর এখন হয়ে ওঠেছেন আত্মনির্ভরশীল।

এই বাইক সার্ভিসে পিপার স্প্রেও রাখা হয় যেন পুরুষ পিছনে লাগলে নিজেদের নিরাপদ রাখা যায়।

রুবি জানান, তিনি একবারই এই পিপার স্প্রে ব্যবহার করেছিলেন। কথনও কোন পুরুষ যদি পিছে লেগে যায়, তাহলে তো ব্যবহার করা লাগেই।

কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশের দোকানদার কিংবা অন্য গাড়ির চালকরা অনেক সময় বাজে মন্তব্য করেন, চালকরা ওভারটেক করতে চান।

সূত্র: বিবিসি