টেস্টে ৮ রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের - Women Words

টেস্টে ৮ রেটিং পয়েন্ট বাড়ল বাংলাদেশের

ক্রিকেটের কুলিন ইংল্যান্ডের দম্ভচূর্ণ  করে তাদের মাটিতে নামিয়েছে মুশফিকুর রহিমরে দল। চট্টগ্রাম টেস্টেই হারতে হারতে জিতে গেলেও মিরপুরে তা আর হয়নি। তাদের ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়েই এলো ঐতিহাসিক সেই জয়। ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারানোর স্বাদ নিল বাংলাদেশ। এই জয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে ৮টি আর ইংল্যান্ডের কমেছে ৩টি। যদিও দু’দলের অবস্থান অপরিবর্তিই রয়েছে। ইংল্যান্ড ধরে রেখেছে চতুর্থ স্থানটা আর বাংলাদেশ আছে ৯ নম্বরে। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৮ থেকে কমে এখন ১০৫-এ। আর বাংলাদেশের ৫৭ থেকে বেড়ে ৬৫তে। তবে বাংলাদেশের সুযোগ রয়েছে একধাপ উপরে উঠে যাওয়ার। কারণ ৬৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তান শারজা টেস্ট জিতলে কার্লোস ব্রাথওয়েটের দল হারাবে কয়েকটি রেটিং পয়েন্ট। অর্থাৎ তাদের ঘাড়ে নিঃশ্বাসই ফেলছে বাংলাদেশ। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে ভারত আছে শীর্ষে। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দুইয়ে আর ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তিন নম্বরে।