চৌদ্দ মাস পর টেস্টে রাজকীয় শুরু বাংলাদেশের - Women Words

চৌদ্দ মাস পর টেস্টে রাজকীয় শুরু বাংলাদেশের

চৌদ্দ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। তিন টেস্টের সিরিজের প্রথম টেস্টে অভিষিক্ত তিনজনের একজন মেহদী হাসান মিরাজের ঘুর্ণিতে শুরুতেই হোঁচট খেয়ে বসেছে ক্রিকেটের কুলিন ইংল্যান্ড। বয়সভিত্তিক ক্রিকেট থেকে আসা মিরাজকে ধরা হয় সাকিব আল হাসানের উত্তরসুরী। প্রথম ৩০ ওভারের মধ্যে এই দুজনে মিলে ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ডের ৪ উইকেট। মিরাজ ৩টি আর সাকিব নিয়েছেন ১টি উইকেট।

চট্টগ্রাম টেস্টে একসাথে অভিষেক হলো বাংলাদেশের তিন ক্রিকেটারের। সাব্বির রহমানের পাশাপাশি মেহদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বির। সাব্বির রহমানের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে ইতোমধ্যে সাব্বির আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত হয়ে গেলেও বাকি দুজন একেবারেই নতুন। বয়সভিত্তিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করে এসেছেন জাতীয় দলে। মিরাজের মাথায় আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর কামরুলের মাথায় টেস্ট ক্যাপ তুলে দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

সকালে টস জয়ী ইংলিশ অধিনায়ক অ্যালেস্টেয়ার কুক ব্যাটিংয়ে নামেন বেন ডাকেটকে সঙ্গি করে। খেলার দশম ওভারের এক বল বাকি থাকতে ১৪ রানে ডাকেটকে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাতটা হানেন অভিষিক্ত মিরাজ। পরের ওভারে ৪ রান করা কুককে তুলে নিয়ে সাবিক যোগ দেন মিরাজের সাথে। পরের ওভারে আবারও আঘাত হানেন মিরাজ। তাঁর এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে গ্যারি ব্যালান্স বিদায় নেন মাত্র ১ রানে। ২৯ নম্বর ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই জিও রুটকে বিদায় করেন মেসই মিরাজই। ৪০ রান করা রুট ক্রিজে থিতু হয়ে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন তখন। ফলে ৮৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বেকায়দায় এখন সফরকারী ইংলিশরা।