ভারতে পদপৃষ্ট হয়ে নিহত ১৯ - Women Words

ভারতে পদপৃষ্ট হয়ে নিহত ১৯

ভারতের বারানসি ও চানদাউলি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত রাজঘাট ব্রিজে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। ধর্মীয় উৎসব উপলক্ষে বহু সংখ্যক লোক জড় হওয়ার পর হুড়োহুড়ির জেরেই শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।   

পুলিশ জানিয়েছে, ধর্মীয় নেতা জয় গুরুদেবের শিষ্যরা গঙ্গা নদীর তীরবর্তী ডমরি গ্রামে দুই দিন ব্যাপি ক্যাম্পে যোগদান করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। বিপুল সংখ্যক লোকজনের সমাগমের ফলে এই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। রাজঘাট ব্রিজ থেকে নামার সময় পায়ের নিচে চাপা পড়ে ১৯ জনের নারী-পুরুষের মৃত্যু হয়।

চানদাউলি জেলার ম্যাজিস্ট্রেট কুমার প্রশান্ত জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

মর্মান্তিক দুর্ঘটনার পরই নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল উত্তর প্রদেশ সরকার। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিহতদের জন্য পরিবারপিছু ২ লাখ টাকা ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া