ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আরও ২ নারীর - Women Words

ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আরও ২ নারীর

মার্কিন প্রেসিডেন্ট পদপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন আরও দুই নারী। নারী বিষয়ে অশোভন মন্তব্য ও ধর্ষণের অভিযোগে মামলা নিয়ে এমনিতেই বিপাকে আছেন ট্রাম্প।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার নিউ ইয়র্ক টাইমস  ট্রাম্পের বিরুদ্ধে জেসিকা লিডস (৭৪) ও র‌্যাচেলল ক্রুকস (৩৪) নামের ওই দুই নারীর অভিযোগ প্রকাশ করে।

ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন ট্রাম্প। একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন জেসিকা লিডস । যিনি অভিযোগ তুলেছেন, ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন।

তার ভাষায় যা ছিল “অক্টোপাসের” মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো।

র‌্যাচেলল ক্রুকস অভিযোগ করেছেন, ট্রাম্প টাওয়ারে ২০০৫ সালে তার ইচ্ছার বিরুদ্ধে ঐ নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও প্রকাশ পায়,ওই দুইজন নারী অভিযোগ ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন। কখনো তা নিয়ে দু:খ প্রকাশ করেননি।

অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল।

ওই প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবী করেছে প্রচারণা দল।

তবে ওই নারী আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও তারা নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন।

কিন্তু যখন তারা দেখলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন নিউ ইয়র্ক টাইমসকে।