ইংল্যান্ডের ইতিবাচক সিদ্ধান্তের প্রশংসা আইসিসি'র - Women Words

ইংল্যান্ডের ইতিবাচক সিদ্ধান্তের প্রশংসা আইসিসি’র

অনিশ্চয়তার কালো মেঘ কেটে গেছে, বাংলাদেশের ক্রিকেট আকাশে এখন শরতের ঝলমলে রোদ যেন। সব সংশয় কাটিয়ে আগামী অক্টোবরে বাংলাদেশে সিরিজ খেলতে আসছে ক্রিকেটের কুলিন ইংল্যান্ড। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিসিও। সেই সঙ্গে এ বছরের শুরুতে সফলভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসাও করেছে সংস্থাটি।

কিছুদিন আগে ইসিবির একটি দল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যান। এরপরই বাংলাদেশ সফরের বিষয়ে ইংল্যান্ড তাদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানায়। ইসিবির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাল আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, ‘রেগ ডিকাসনের মতো বিশেষজ্ঞের নির্দেশনায় ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশে নিরাপদে খেলা সম্ভব। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। জানি, গোয়েন্দা সংস্থাগুলো খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার কথাই সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখেছে।’

শুধু বাংলাদেশ নয়, অল্পবিস্তর নিরাপত্তাঝুঁকি সারা পৃথিবীতেই রয়েছে বলে মনে করেন রিচার্ডসন। তবে এসব বাধা জয় করেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষপাতি তিনি, ‘বৈশ্বিক খেলা ক্রিকেট যত বেশি দেশে নিরাপদে খেলা যায় ততই ভালো। আমরা যে বিশ্বে বসবাস করি, যেখানেই থাকি না কেন নিরাপত্তার হুমকি তো আছেই।’

খুব সাম্প্রতিক কালের টুর্নামেন্টগুলোতে স্বাগতিক হিসেবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশংসাই করেছেন রিচার্ডসন। এ বছর জানুয়ারিতে হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘এ বছরের শুরুতে আমরা বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সফলভাবে সম্পন্ন করেছি। ইসিবির মতো, আমরাও টুর্নামেন্টের স্বার্থে সব ধরনের নিরাপত্তা খতিয়ে দেখেছি। সবশেষেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম, সবাই নিরাপদে খেলতে পারবে।’

নিরাপদে ক্রিকেট খেলার ব্যবস্থা করায় বাংলাদেশ ও ইংল্যান্ড, এই দুটি দেশের সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকেও ধন্যবাদ দিয়েছেন রিচার্ডসন। সূত্র : এএফপি, প্রথম আলো