চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ ২৫ - Women Words

চট্টগ্রামে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ ২৫

চট্টগ্রামের একটি সার কারখানায় একটি কনটেইনার ছিদ্র হয়ে আশপাশে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।     

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া  বলেন, রাত পৌণে একটা পর্যন্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত ২৫ জনকে ভর্তি করা হয়েছে।

আনোয়ারা উপজেলায় কর্ণফুলীর পাড়ে ড্যাপ-১ কারখানাটি অবস্থিত। দুর্ঘটনার ফলে গ্যাস নদীর এপারে বন্দর ও হালিশহর এলাকায়ও ছড়িয়ে পড়েছে।

বন্দর অঞ্চলের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ড্যাপ-১ নামের কারখানাটি চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের পাশে অবস্থিত। ছিদ্র হয়ে পড়া কনটেইনারে ৫০০ টন অ্যামোনিয়াম ফসফেট রয়েছে।

ড্যাপ-১ এর ব্যবস্থাপক অমল বড়ুয়া জানান, ‌‌‌‘গ্যাস লিক হয়েছে। কতজন অসুস্থ হয়েছে তা এখনো জানি না।’

অ্যামোনিয়া গ্যাস মানুষের জন্য তেমন ক্ষতিকর নয় বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সুমন গাঙ্গুলি।

তিনি বলেন, পরিমাণ বেশি হলে অচেতন হয়ে পড়ার শঙ্কা থাকে। তবে এটা পরিবেশের জন্য ক্ষতিকর।

সূত্র: প্রথম আলো