ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৮২ হাজার অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ - Women Words

ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৮২ হাজার অধিবাসীকে সরে যাওয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাজন পাস পাহাড়ি এলাকায় দাবানল লেগেছে। এতে পুড়ে গেছে প্রায় ৯ হাজার একর ভূমির গাছপালা। এ ঘটনায় সাজন পাস এলাকার ৮২ হাজার অধিবাসীকে বাধ্যতামূলকভাবে নিরাপদ দূরত্বে সরতে বলা হয়েছে। আজ বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।California's Clayton 02 Fire Women words

খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্যান বার্নাডিনো কাউন্টির সাজন পাস পাহাড়ি এলাকায় প্রচণ্ড তাপদাহে সকাল সাড়ে ১০টা দাবানলের সূত্রপাত হয়। বাতাসের প্রভাবে যা ক্রমেই ছড়িয়ে পড়ছে। এতে বেশ কিছু ভবনেও অগ্নিকাণ্ড হয়। এ সময় আগুনের শিখা ও আকাশে ছাই উড়তে দেখা যায়।

এ ঘটনায় নিরাপত্তার কথা বিবেচনা করে স্থানীয় দুটি প্রধান সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি বাউন স্যান বার্নাডিনো কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।