একই মঞ্চে পদক ও বিয়ের প্রস্তাব - Women Words

একই মঞ্চে পদক ও বিয়ের প্রস্তাব

রিও অলিম্পিকে মেয়েদের ডাইভিংয়ে রূপা জিতেছেন চীনের হে জি। পদক হাতে নেওয়ার সময় আনন্দে যখন চোখে বাঁধ ভেঙ্গেছে তখনও তিনি জানতেন না আরেক আনন্দ তাকে সিক্ত করতে ঘুরছে ফিরছে আশেপাশে। পদক গ্রহণের ঠিক সাথে সাথে সেই আনন্দ মানে নাটকীয়ভাবে বিয়ের প্রস্তাব পেয়ে গেলেন। ছেলেদের ডাইভিংয়ে চীনের হয়ে পদকজয়ী ডাইভার কিন কাই মঞ্চেই বললেন, বিয়ে করতে চাই। হে জিও এতে রাজি।
গতকাল রোববার ব্রাজিলের রিও ডি জেনিরোতে এ ঘটনা ঘটে। তখন চীনের ডাইভার হে জি অলিম্পিকে তাঁর সদ্য-জেতা রুপার পদকটি হাতে নিতে ব্যস্ত ছিলেন। তখনো জানেন না, আর কী ঘটতে চলেছে তাঁর জীবনে! হুট করেই অনেক দিনের পরিচিত বন্ধুটি হে জির সামনে হাজির। হাঁটু গেড়ে বসে। হাতে তখন আংটি, মুখে বিয়ের প্রস্তাব!
গত সপ্তাহেই পুরুষদের তিন মিটার সিনক্রোনাইজড স্প্রিংবোর্ড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন কিন। তিন মিটার স্প্রিংবোর্ডে হে জিও পদক জিতে পদক নেওয়ার মঞ্চে। সেখানেই এ আনন্দময় ঘটনা। আকস্মিক বিয়ের প্রস্তাবে হে জি হকচকিয়ে গেলেও শেষমেশ ‘হ্যাঁ’ বলেই ফেলেন। সারা বিশ্বই টেলিভিশনের বদৌলতে দেখে ফেলল বিয়ের প্রস্তাব দেওয়ার ওই রোমান্টিক দৃশ্য।
হে জি বলেন, ‘আমরা প্রায় ছয় বছর ধরে প্রেম করছি। কিন্তু সে যে আজ, এমন মুহূর্তে বিয়ের প্রস্তাব দেবে, তা একদমই ভাবতে পারিনি। আগে সে অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তবে আমি মনে করি, বাকি জীবনটা তাঁর ওপর আস্থা রাখা যায়।’
পদক নেওয়ার পরপরই কিন যখন লাল রঙের ছোট ভেলভেটের বাক্সটি তাঁর সামনে খোলেন, তখন আনন্দে কেঁদে ফেলেছিলেন হে জি। সম্মতি দেওয়ার পর কিন সেই আংটি পরিয়ে দেন প্রেমিকার আঙুলে। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।
অলিম্পিক আসরের এ ঘটনায় এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই অভিনন্দন জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, অলিম্পিকের মতো বিশ্ব আসরে এমন বিয়ের প্রস্তাব পদক বিতরণী অনুষ্ঠানের গুরুত্ব কমিয়ে দিয়েছে। এমনকি এতে হে জির রুপার পদক জেতাও ম্লান হয়ে গেছে বলে মন্তব্য এসেছে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েবুতে অনেকেই এই বিয়ের প্রস্তাবকে ‘মিষ্টি আর রোমান্টিক’ বলে মন্তব্য করেছেন।