পদ্মা সেতুর ইস্পাতের কাঠামো মাওয়ায় পৌঁছেছে - Women Words

পদ্মা সেতুর ইস্পাতের কাঠামো মাওয়ায় পৌঁছেছে

পদ্মা সেতুর উপরিঅংশ (স্প্যান) হিসেবে যে ইস্পাতের কাঠামো বসানো হবে তা মাওয়ায় এসে পৌঁছেছে। ল্যাব টেস্টসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন করার পর এ বছরের ডিসেম্বর থেকে এই কাঠামোগুলো জোড়া দিয়ে পিলারের ওপর স্থাপন শুরু হবে। চলতি বছরের মধ্যেই দুটি পিলারে এ স্টিলের কাঠামো স্থাপন সম্পন্ন হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিকেলে মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্টিলের কাঠামোগুলো চীনে তৈরি করা হয়েছে। মংলা বন্দর থেকে ছোট জাহাজে করে আজই সেগুলো মাওয়ার নির্মাণ মাঠে আনা হয়।

এ কাঠামোর ওপর দিয়ে গাড়ি ও যানবাহন চলবে। আর ভেতর দিয়ে চলবে ট্রেন।

মূল পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার। পদ্মা সেতুর এক পিলার থেকে আরেক পিলারের দূরত্ব হচ্ছে ১৫০ মিটার। দুই পিলারের মধ্যবর্তী ফাঁকা জায়গাকে স্প্যান বলে। সমস্ত সেতু জুড়ে এ রকম ৪১টি স্প্যান হবে। প্রতিটি স্প্যানের আনুমানিক ওজন দুই হাজার ৯০০ টন।

এখনও পর্যন্ত ২৬টি পিলারের নিচে পাইলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন,সব মিলিয়ে পদ্মা সেতুর কাজের অগ্রগতি ৩৭ শতাংশ।

মন্ত্রী আরও বলেন, চীনের ফ্যাক্টরিতে ২০ থেকে ৮০ হাজার মিলিমিটার পুরু স্টিলপ্লেট কেটে ওয়েলডিং করে প্রতিটি মেম্বার তৈরি করা হচ্ছে। এ ধরনের ১২৯টি মেম্বার দিয়ে একটি স্প্যান গঠিত হয়।

সূত্রঃ বিডিনিউজ২৪.কম, প্রথম আলো পত্রিকা