ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - Women Words

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ঝিনাইদহ সদর উপজেলায় ‌‌‌‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম নামে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ।

আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে আড়ুয়াকান্দি গ্রামে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলী।

নিহত সাইফুল ইসলাম শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ কর্মকর্তা বলছেন, সদর থানার টহল পুলিশের একটি দল হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। “তারা আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি করলে দুইপক্ষে ১০ মিনিট গোলাগুলির পর তারা পালিয়ে যায়।”

পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশি করে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বলে তিনি জানান। এসময় “ঘটনাস্থল থেকে একটি শাটার গান, দুই রাউন্ড বন্দুকের গুলি, পাঁচটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।”

পরে নিহতের পরিচয় উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, সাইফুল ছাত্রশিবিরের শৈলকুপা উপজেলার ভাটই আঞ্চলিক কমিটির সেক্রেটারি।

গোলাগুলিতে পুলিশ কনস্টেবল ফয়সাল ও সুমন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।

এদিকে নিহত সাইফুলের মামাত ভাই নাসির উদ্দিন বলছেন, গত ১ জুন ঝিনাইদহ শহরের পবহাটি পাড়ার একটি বাড়ি থেকে সাইফুলসহ কয়েকজনকে সাদা পোশাকের লোক পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সাইফুল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে চলতি বছর এমবিএ পাস করেন বলে জানান নাসির।

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : বিডিনিউজ