লম্বা চুল দিয়ে গিনেস খেতাব জয় - Women Words

লম্বা চুল দিয়ে গিনেস খেতাব জয়

কোমর অবধি চুল, বা হাঁটু পার করা চুলের গল্প তো অনেক শুনেছেন। কিন্তু একেবারে গোড়ালি পর্যন্ত চুল দেখেছেন?

১০ বছর আগে পার্লারে চুল কাটাতে গিয়ে বিচ্ছিরি হেয়ারকাট নিয়ে সমস্যায় পড়েছিলেন ছয় বছরের মেয়ে। আজ বিশ্বের সব থেকে লম্বা চুলের অধিকারি ওই কিশোরীই গিনেস ওয়ার্ল্ডের খেতাব জয় করেছেন চুলের সৌজন্যেই।

গুজরাটের বাসিন্দা নীলাংশী প্যাটেল খারাপ চুলকাটার ঘটনায় বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে চুলই কাটবেন না আর। ষোড়শী এই কিশোরী বিশ্বে দীর্ঘতম চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। তার চুলের দৈর্ঘ্য শুনে বাস্তবিকই স্তম্ভিত হয়ে যেতে হয়। ৫ ফুট ৭ ইঞ্চি মাপের চুল নিয়ে নীলাংশী যেন রূপকথার র‌্যাপুনজেল!

তিনি বলেন, বিচ্ছিরিভাবে আমার চুল কেটেছিল সেবার। এতই রাগ আর বিরক্তি হয়েছিল যে, আমি সিদ্ধান্ত নিই আর কখনই চুল কাটব না। তখন আমার বয়স ছিল মাত্র ৬। সেই থেকে ১০ বছর পার হলো, চুল কাটিনি আমি।

নীলাংশিকে তার বন্ধুরা ভালোবেসে র‌্যাপুনজেল বলেই ডাকেন। চুলের কীভাবে যত্ন নেন জানতে চাওয়া হলে তিনি জানান সপ্তাহে একবার শ্যাম্পু করেন। তার মা তাকে চুল আঁচড়াতে আর বাঁধতে সাহায্য করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে তার এই লম্বা চুলের বিস্তারির তথ্য জানানো হয়েছে।

নীলাংশী বলেন, মানুষ মনে করেন যে আমার এত লম্বা চুল নিয়ে আমাকে নিশ্চয়ই অনেক সমস্যা পোহাতে হয়, কিন্তু আমার সত্যিই কোনো সমস্যা হয় না। আমি লম্বা চুল নিয়েই খেলাধুলা করি, অন্য সব কাজও করি। আমার কোনো সমস্যাই হয় না। আমার চুল আমার জন্য লাকি চার্ম বলতে পারেন।

তিনি আরো বলেন, স্টাইল করতে হলে লম্বা বিনুনি করি বা উঁচু করে খোঁপা বাঁধি। যখন আমি কোনো অনুষ্ঠানে যাই, বা যখন আমি টেবিল টেনিস খেলি, তখন আমি আমার চুলগুলো মাথায় উঁচু করে খোঁপা করে নিই; যাতে সমস্যা না হয়, আমার কাজের পক্ষে আরামদায়ক হয় তা।

সূত্র: কালের কন্ঠ