মুম্বাইয়ের হাজি আলী মাজারে প্রবেশাধিকার পাচ্ছেন নারীরা - Women Words

মুম্বাইয়ের হাজি আলী মাজারে প্রবেশাধিকার পাচ্ছেন নারীরা

ভারতের মুম্বাইয়ের হাজি আলী দরগাহ নামে পরিচিত একটি মাজারে নারীদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা বাতিল করেছেন দেশটির আদালত। মাজারে নারীরা প্রবেশ করতে পারবেন বলে শুক্রবার আদেশ দিয়েছেন মুম্বাই হাইকোর্ট।  

মুম্বাই হাইকোর্ট বলেছে, মাজারটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা সংবিধানকে লংঘন করে এবং এটি বৈষম্যমূলক।

মাজারটি পনেরো’শ শতকে প্রতিষ্ঠিত হয়। এটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়।

চার বছর আগে মাজারের পরিচালনা পর্ষদ বা ট্রাস্টের পক্ষ থেকে মাজারটিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ট্রাস্ট তখন জানায়, নারীদের মাজারে প্রবেশ ইসলাম সম্মত নয়।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের আশ্রয় নেয়। সেই প্রেক্ষাপটে নিষেধাজ্ঞা বাতিল করে দিলেন আদালত ।

তবে নারীরা আদালতের এ আদেশের সঙ্গে সঙ্গেই হাজি আলী মাজারে প্রবেশ করতে পারবেন তা নয়। কারণ, এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে মাজার কর্তৃপক্ষকে ছয় সপ্তাহের সময় দিয়েছেন আদালত।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন  এর কর্মী জাকিয়া সোমান আদালতের এই আদেশকে ‘মাইলফলক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেক বড় বিজয়।’

তিনি বলেন, ‘মাজার কর্তৃপক্ষ এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করুক। আমাদের আত্মবিশ্বাস রয়েছে যে আমরা সেখানেও জয়ী হব।’

ভারতে মন্দিরের ভেতরে প্রবেশের জন্যও লড়াই করছেন নারীরা ।