বসুন্ধরা সিটির আগুন নিভলেও প্রচুর ধোয়া - Women Words

বসুন্ধরা সিটির আগুন নিভলেও প্রচুর ধোয়া

বসুন্ধরা সিটি শপিং মলে আগুন লাগার প্রায় ১৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো প্রচুর ধোয়া রয়েছে। বন্ধ থাকা বহু দোকানের ভেতরে পণ্য পুড়ে সেখান থেকেই এ ধোয়া আসছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের উপপরিচালক অজিত কুমার ভৌমিক জানিয়েছেন, লেভেল চার, পাঁচ ও ছয়ের অনেক দোকানের তালা খোলা সম্ভব হয়নি। সেখান থেকেই মূলত ধোয়া বের হচ্ছে। তবে সেগুলো দ্রুত নেভানোর চেষ্টা চলছে।

এদিকে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি মি. ভৌমিক। তিনি জানিয়েছেন, সকাল থেকে ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা মিলে সেখানকার পানি সরানোর কাজ করছে।

ফায়ার সার্ভিসের পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে-ও এই বিপণী বিতানে অগ্নিকান্ডে সাতজন নিহত হয়। সূত্র : বিবিসি

এ সংক্রান্ত অন্য সংবাদ
বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকান্ড