ফ্রান্সে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওবামা - Women Words

ফ্রান্সে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ওবামা

ফ্রান্সের নিস শহরের ট্রাক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এটি একটি ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’। হামলাকারীদের বিচারে ফ্রান্সকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা দেবে বলে জানান ওবামা।

ওবামা এক বিবৃতিতে বলেন, এই ভয়াবহ সন্ত্রাসী হামলায় অনেক সাধারণ নাগরিক হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের পক্ষ থেকে তিনি এই হামলার নিন্দা জানাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে বাস্তিল দিবসের আতশবাজির উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক তুলে দেওয়ায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়েছে। ট্রাকের ভেতরে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র ও গ্রেনেড।

মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, পুরোনো বন্ধু ফ্রান্সের পাশে যুক্তরাষ্ট্র সব সময় আছে। আমরা জানি এই হামলা ও প্রাণহানির ক্ষত ফ্রান্সকে অনেক দিন বয়ে বেড়াতে হবে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, প্যারিসে নিযুক্ত মার্কিন দূতাবাস মার্কিনিদের ব্যাপারে খোঁজখবর করছে। এই দুঃসময়ে যুক্তরাষ্ট্র ফ্রান্সের পাশে থাকবে। ফ্রান্সকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

সূত্রঃ প্রথম আলো