
নারীর প্রতি নির্যাতন বেড়েছে লকডাউনে
উইমেন ওয়ার্ডস ডেস্ক :: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে চলছে লকডাউন। তবে এই সময়ের মধ্যে দেশটিতে পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েছে উল্লখেযোগ্য হারে। শুধু ব্রিটেনে নয়, লকডাউনের মধ্যে বিশ্বব্যাপী বেড়েছে নারীর প্রতি পারিবারিক নির্যাতন।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটেনের পারিবারিক সহিংসতা বিষয়ে সহায়তা দেয় দ্য ন্যাশনাল ডমেস্টিক অ্যাবিউজ নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি তাদের হেল্পলাইনে সাহায্য চাওয়ার পরিমাণ বেড়ে গেছে। দুই সপ্তাহ আগে যখন লকডাউন ছিল না, তখনকার তুলনায় বর্তমানে সাহায্য চাওয়ার পরিমাণ বেড়েছে ২৫ শতাংশ।
ঘরে আটকে থাকার ফলে নারীরাই মূলত তাদের বন্ধু বা স্বামীর নির্যাতনের শিকার হচ্ছেন। এ চিত্র শুধু ব্রিটেনের নয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় বিশ্বব্যাপী নারীর প্র