আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের - Women Words

আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেন বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ।

আইরিশদের ১৪৩ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। ১১৫ রানে ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড মেয়েদের দল।

২৫ বল খেলে ৩৯ রান করে আইরিশদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আইমিয়ার রিচার্ডসন। রিতু মনির করা ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হোন ওই ওলরাউন্ডার। ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

ইনিংসের ২ বল বাকি থাকতেই ১২৯ রানে অলআউট আইরিশরা।
বাংলাদেশের তিন স্পিনার সালমা খাতুন, সানজিদা আক্তার ও নাহিদা আক্তারের স্পিনের সামনেই দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমা। সানজিদা ও নাহিদা ২৬ ও ২৩ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট।

ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করে নিগারের ৬৭ ও শামিমা সুলতানার ৪৮ রানের সৌজন্যে বাংলাদেশ ৪ উইকেটে ১৪৩ রান করে।

নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে এখন স্কটিশরা। দুইয়ে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।

সূত্র: প্রথম আলো