ভুটানকে ৮ গোলে উড়িয়ে দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা - Women Words

ভুটানকে ৮ গোলে উড়িয়ে দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের মেয়েরা

  • সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। এই জয়ের মধ্য দিয়ে সাফের ফাইনালে পৌঁছে গেলেন সাবিনা খাতুনেরা।

নেপালে অনুষ্ঠিত শুক্রবারের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন সাবিনা। ১টি করে গোল করেছেন সিরাত জাহান, ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানি সরকার, মাসুরা পারভীন ও তহুরা খাতুন।

ভুটানের বিপক্ষে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮টি গোল করলেন সাবিনা। জাতীয় দলের হয়ে সাবিনার গোলসংখ্যা ৩২। চলতি সাফে এটা সাবিনার দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিক পাকিস্তানের বিপক্ষে।

প্রতিপক্ষ হিসেবে ভুটান কখনোই বাংলাদেশের জন্য হুমকি ছিল না। মাঠের পারফরম্যান্সে ও র‌্যাঙ্কিংয়ে দুই দিক দিয়েই এগিয়ে বাংলাদেশ। ভুটানের বর্তমান র‌্যাঙ্কিং ১৭৬, বাংলাদেশের ১৪৭। ফাইনালে ওঠার পথে টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশ হারায় মালদ্বীপ ও পাকিস্তানকে। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতও উড়ে গেছে বাংলাদেশের সামনে।

ভুটানের সঙ্গে এর আগের চারবারের সাক্ষাতে সব কটি ম্যাচেই জেতে বাংলাদেশ। আগের চার ম্যাচে বাংলাদেশের মেয়েরা দিয়েছিল ১৯ গোল।

এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে সাফের ফাইনালে খেলে বাংলাদেশ।