বইমেলায় জয়দীপ দে’র উপন্যাস ‘কাসিদ’ - Women Words

বইমেলায় জয়দীপ দে’র উপন্যাস ‘কাসিদ’

উইমেন ওয়ার্ডস ডেস্ক: এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে জয়দীপ দে’র উপন্যাস ‘কাসিদ’। বইটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপজীব্য করে লেখা হয়েছে।

উপন্যাসটি প্রকাশ করেছে দেশ পাবেলিকেশন্স।  

পলাশী যুদ্ধ। কেবল একটা যুদ্ধ নয়, ইতিহাসের বাঁক ফেরানোর একটি ঘটনা। যে ঘটনায় পাল্টে দিল পুরো ভূ-ভারতের ভাগ্য। রাজা রাজাকে হারায়। রাজপাটে যায়। কিন্তু পলাশীতে হলো ভিন্ন ঘটনা। নবাবের অর্ধলক্ষ সৈনিকের মুখোমুখি হাজার মাইল দূর থেকে ভাগ্যান্বেষণে আসা বণিকদের ভাড়াটে সৈন্যদের একটা ছোট্টবাহিনী। সংখ্যায় মাত্র ৩ হাজার। কিন্তু ছোট্ট এই দলের সামনে ৮ ঘন্টা টিকে থাকতে পারল না নবাবের অর্ধলক্ষ সৈন্য। সব দায় কি চক্রান্তকারীদের? নাকি বিটুইন দ্য লাইনসে আরো কিছু আছে।

সেই সব প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে ইতিহাসের তোশাখানায় প্রবেশ। দীর্ঘদিন ধরে অনাদরে পড়ে থাকা ধূলিমলিন সূত্রগুলো ধরে এগুবার চেষ্টা। অনেক অমীমাংসিত প্রশ্ন সামনে।

বইটির প্রচ্ছদ শিল্পী তৌফিকুর রহমান এবং মূল্য ৫০০ টাকা।

লেখকের প্রকাশিত অন্যান্য গ্রন্থ

২০১৩:             হারকিউলিসের পাখা (গল্পগ্রন্থ, শুদ্ধস্বর)।

২০১৮:             নিষুপ্ত (উপন্যাস, অনিন্দ্য প্রকাশ)।

২০১৯:             মাদ্রাজের চিঠি (ভ্রমণকাহিনী, অনিন্দ্য প্রকাশ)।

                         গহন পথে (উপন্যাস, দেশ)।