রুমানার হ্যাটট্রিকে জিতল বাংলাদেশের মেয়েরা - Women Words

রুমানার হ্যাটট্রিকে জিতল বাংলাদেশের মেয়েরা

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে মেয়েদের ক্রিকেটে হ্যাটট্রিক করে ইতিহাসে নাম লিখালেন রুমানা আহমেদ। তাঁর হ্যাটট্রিকেই আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডে জিতে নিল বাংলাদেশ মহিলা দল। টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে হারার পর ওয়ানডে সিরিজটা বাংলাদেশের মেয়েরা জিতল ১-০ তে।

দলকে জিতিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নেয়ার পর রুমানা বলেন, ‘দারুন লাগছে। ওই সময়ে এটা না হলে আমরা জিততাম না। দলের জন্য এরকম একটা কিছুই দরকার ছিল। চাপের মধ্যে থেকেও কাজটা করতে পেরে আমি খুশি।’

তিনি বলেন, ‘আগের দুই ব্যাটসম্যানকে আমি সোজা বল করে এলবিডব্লু করেছি। হ্যাটট্রিক বলেও ভাবলাম ওরকম বলই করতে হবে। টার্ন করানোর চেষ্টা না করে সোজা করতে চেয়েছি। সেটাই হয়েছে।’

আয়ারল্যান্ডের বেলফাস্টে আজ প্রথমে ব্যাট করে বাংলাদেশের মেয়েরা। ৪০.১ ওভারে তারা করে ১০৬ রান। জবাবে এক পর্যায়ে হাতে ৮ উইকেট নিয়ে আইরিশ মেয়েদের দরকার ছিল মাত্র ৫৫ রান। কিন্তু রুমানার হ্যাটট্রিক ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বাংলাদেশের মেয়েরা জিতে নেয় সিরিজ। প্রথম ওয়ানডেটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।