মিরপুরে অভিযানে জঙ্গি মুরাদ নিহত - Women Words

মিরপুরে অভিযানে জঙ্গি মুরাদ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় একটি ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে মুরাদ ওরফে জাহাঙ্গীর নামে এক জঙ্গি নিহত হয়েছেন। এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিসি) ইউসুফ হোসেন জানান, শুক্রবার রাত ৯টার দিকে ওই এলাকার  ৩৩ নম্বর সড়করে ৩৪ নম্বর বাড়ির নিচতলায় এ অভিযান শুরু করা হয়। এ অভিযানে আহত হন রূপনগর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (তদন্ত) শাহীন ফকরি, ভারপ্রাপ্ত র্কমর্কতা (অপারশেন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরর্দিশক (এসআই) মো. মোমেনুর রহমান। প্রথমে তাদরেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে স্কয়ার হাসপাতালে আনা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটি) প্রধান মো. মনিরুল ইসলাম জানান, নিহত মুরাদ জেএমবির সামরিক শাখার অন্যতম প্রশিক্ষক। সে সংগঠনরে মধ্যে মেজর মুরাদ নামে পরচিতি ছিল। সে  গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় পালিয়ে যায়। গুলশান ও শোলাকিয়ায় হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিল মুরাদ।

পুলিশ কর্মকর্তারা জানান, মুরাদ হলেন নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড’। তারা বলেন, গুলশানের হামলার ‘হোতা’ তামিম চৌধুরী গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে নিহত হন। এরপর তদন্তে রূপনগরের ওই বাসায় মুরাদের অবস্থানের বিষয়টি পুলিশ জানতে পারে। কয়েক দিন আগে ওই বাড়িতে মুরাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হন তারা। গত ২৮ আগস্ট ওই বাড়িতে যান গোয়েন্দা পুলিশ সদস্যরা। তারা গিয়ে দেখতে পান যে বাড়িটি তালাবদ্ধ। তবে ভেতরে জিনিসপত্র রয়েছে। এরপর গোয়েন্দারা বাড়িওয়ালাকে বলে আসেন ওই ব্যক্তি জিনিসপত্র নিতে আসলে যেন পুলিশ ও ডিবিকে জানানো হয়। মুরাদ ফিরে এলে বাড়িওয়ালা তাৎক্ষণিক রূপনগর থানায় যোগাযোগ করেন। পুলিশ ওই বাড়িতে গিয়ে তালা খুলে বাসায় প্রবেশের সময় ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালান মুরাদ। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয় সে। সে সংগঠনের মধ্যে মেজর মুরাদ নামে পরিচিত ছিল।