ভালোবাসা পানির মত শান্ত হয়, দায়িত্ববোধ থাকতে হয় - Women Words

ভালোবাসা পানির মত শান্ত হয়, দায়িত্ববোধ থাকতে হয়

আশিক রাহমান

যে ছেলে তোমার বুকে কয়টা তিল আছে সে খোঁজ রাখে সেই ছেলেকে কখনো জিজ্ঞেস করেছ তোমার প্রিয় রঙ কি সেটা কি সে জানে?

যে ছেলেটা দেখা হলেই রিকশার হুড তুলে দেয় সেই ছেলে তোমার হাত ধরে কখনো বলেছে তোমার পড়া শোনার খবর কি?

যে ছেলেটা খুব তৎপর হয়ে তোমার জন্য লিটনের ফ্লাট ম্যানেজ করে নেয় সেই ছেলেটা কি পারবে তেমন তৎপর হয়ে তোমার বাবা মায়ের সামনে মাথা উঁচু করে নিজের পরিচয় দিতে?

যে ছেলেটা দিন রাত ভালোবাসি ভালোবাসি বলে তোমার সমস্ত দেহের অধিকার কিনে নিয়েছে সে কি আসলেই তোমায় ভালোবাসে?

তুমি কি বাসো?

বেশির ভাগ সময় আমরা সেনসেশন বা প্লেজারটাকে ভালোবাসা ভেবে ভুল করে থাকি। ক্ষত জায়গায় চুলকালে আরো ক্ষতি হবে জেনেও আমরা চুলকিয়ে এক ধরনের সেনসেশন নেই।

অপজিট সেক্সের প্রতি আকর্ষণ টাও তাই। বিশেষ কোনো মানুষের কাছে যেতেও এক ধরনের সেনসেশন অনুভব করি। আর বেশির ভাগ মানুষ এই সেনসেশন টাই ভাবি ভালোবাসা।

ভালোবাসা নাকি অন্ধ হয়! ভালোবাসা কখনো অন্ধ হয়না। যখন ই ভালোবেসে অন্ধ হয়ে যাবেন বুঝবেন আপনি ভালোবাসা নয় সেনসেশনে আছেন।

ভালোবাসা দূরদর্শী হয়। ভালোবাসা দায়িত্ববোধ থেকে হয়। ভালোবাসায় বুক ধরফর করেনা নিশ্বাস ভারী হয়ে যায়না, ভালোবাসা পানির মত শান্ত হয়, রেস্পন্সিবিলিটিস থাকতে হয়। তিন বার আই লাভ ইয়্যু বলার পর একবার বলা লাগে কিছু একটা করো।

পৃথিবীর কোনো সেনসেশন বা প্লেজার দীর্ঘতর হয়না। বেশি সুড়সুড়ি দিলে এক সময় সুড়সুড়িও কেটে যায়। যা টিকে থাকে তা হলো ভালবাসা।