নিষেধাজ্ঞায় অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদ - Women Words

নিষেধাজ্ঞায় অ্যাথলেটিকো ও রিয়াল মাদ্রিদ

নিষেধাজ্ঞার খড়গ সত্যি সত্যি নেমে এলো স্পেনের দুই জায়েন্ট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের উপর। অপ্রাপ্তবয়স্ক বিদেশি খেলোয়াড় দলে ভেড়ানোর নিয়ম লঙ্ঘন করায় দুই মৌসুমের জন্য নিষেধাজ্ঞা পেল মাদ্রিদের এই দুই ক্লাব। এর ফলে পরের দুই দলবদলের মৌসুমে কোনো নতুন খেলোয়াড় কিনতে পারবে না ক্লাব দুটি। তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দুয়ার এখনও খোলা আছে। রিয়াল আবারও সেখানে আপিল করবে। কিন্তু তাতেও ক্লাবটির জন্য ইতিবাচক ফল আসার সম্ভাবনা নেই বললে চলে।

একটা প্রশ্ন এখন সামনে এসে যাচ্ছে, এবারের দলবদলের বাজারে রিয়াল এই নিষেধাজ্ঞার ব্যাপারটি সেভাবে মাথায় রেখেছিল কি না। কারণ গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল নতুন খেলোয়াড় কিনেছে মাত্র একজন। তা-ও নিজেদেরই একাডেমিতে বেড়ে ওঠা স্ট্রাইকার আলভারো মোরাতাকে। অন্য দিকে তাদের নগর প্রতিপক্ষ বার্সেলোনা বেশ কিছু তরুণ খেলোয়াড়কে দলে এনে আগামীর দল গড়ার কাজ শুরু করে দিয়েছে। রিয়ালেরও কি উচিত ছিল না বার্সার মতো কিছু তরুণ খেলোয়াড়কে দলে নিয়ে আসা?

আবেদনের প্রেক্ষিতে ফিফার কাছ থেকে ছয় মাস সময় পেয়েছিল রিয়াল। যেহেতু ২০১৮ জানুয়ারির আগে কোনো নতুন খেলোয়াড় নিতে পারবে না তারা সেহেতু এই সুযোগ কাজে লাগিয়ে দলটা এবার গুছিয়ে ফেলা দরকার ছিল বলে মনে করছেন অনেকে। এমন নিষেধাজ্ঞার মুখে পড়লেও বার্সেলোনা যেমন দলের স্কোয়াডে এর প্রভাব পড়তে দেয়নি। রিয়ালকে এখন তাই দলের বুড়োদের ওপরই নির্ভর করতে হবে।

নিষিদ্ধ অন্য দল অ্যাটলেটিকো কিন্তু সামনের কঠিন সময়ের প্রস্তুতি সেরে রেখেছে। সম্ভাব্য নিষেধাজ্ঞাকে সামনে রেখে দলে নিয়েছে নিকোলাস গাইতান, কেভিন গামেইরো, সিমে ভারসালিকোর মতো খেলোয়াড়দের।