আজ আমিরাতের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না মেয়েরা - Women Words

আজ আমিরাতের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না মেয়েরা

কঠিন প্রতিপক্ষ তো ছিলো চাইনিজ তাইপে। তারাই উড়ে গেছে ৪-২ গোল ব্যবধানে সেখানে আরব আমিরাত ভাবনার কারণ হওয়ার সুযোগ নেই। চাইনিজ তাইপের বিপক্ষে জিতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের পর আজকে আমিরাতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নামছে বাংলাদেশের মেয়েরা।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে বেলা ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

পুরো প্রতিযোগিতায় সবার দৃষ্টি কেড়েছে স্ট্রাইকার কৃষ্ণা। চার ম্যাচে সর্বোচ্চ ৬ গোল টাঙ্গাইলের কিশোরীর। অপ্রতিরোধ্য দলটির অধিনায়ক শেষ ম্যাচেও জিততে চান, ‘যেহেতু এটা আমাদের শেষ ম্যাচ, এটাও জিততে চাই। তা ছাড়া আমরা প্রতিপক্ষ কোনো দলকেই দুর্বলভাবে নিচ্ছি না। জয় দিয়েই শেষ করতে চাই।’ কোচ গোলাম রব্বানী ছোটনের চাওয়াও তা-ই, ‘যেহেতু মেয়েরা ধারাবাহিকভাবে একই রকম খেলেছে, আশা করি কালও এর বিচ্যুতি হবে না।’

চূড়ান্ত পর্বে বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে। আগামী বছর চূড়ান্ত পর্ব। তবে মৌসুমীর চোখ চূড়ান্ত পর্ব নয়, আরও দূরে, ‘আমরা এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছি। আগে আন্তর্জাতিক ম্যাচে গোল দেওয়ার চেয়ে গোল খেতাম বেশি। এখন দলটা বদলে গেছে।’ সূত্র : প্রথম আলো