
ভারতের বিপক্ষে সাফল্যে ৩৫ লাখ টাকা পাচ্ছেন মেয়েরা
ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে অভাবনীয় সাফল্যের জন্য বড় অঙ্কের বোনাস পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেয়েদেরকে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ফারজানা হক পিংকি ওয়ানডে তে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একটি ম্যাচ জিতেছিল জ্যোতি ও পিংকিরা।
ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সকে স্বীকৃতি জানিয়ে বোনাস দিচ্ছে বিসিবি বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা (ব্যক্তিগতভাবে) পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।'