নারীর অগ্রযাত্রা Archives - Women Words

নারীর অগ্রযাত্রা

ভারতের বিপক্ষে সাফল্যে ৩৫ লাখ টাকা পাচ্ছেন মেয়েরা

ভারতের বিপক্ষে সাফল্যে ৩৫ লাখ টাকা পাচ্ছেন মেয়েরা

ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজে অভাবনীয় সাফল্যের জন্য বড় অঙ্কের বোনাস পাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে মেয়েদেরকে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে ফারজানা হক পিংকি ওয়ানডে তে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও একটি ম্যাচ জিতেছিল জ্যোতি ও পিংকিরা। ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সকে স্বীকৃতি জানিয়ে বোনাস দিচ্ছে বিসিবি বলে জানান নাজমুল হাসান পাপন। তিনি বলেন, 'আমাদের সেঞ্চুরি আছে একটা। বেশ কয়েকটা মেয়ে খুব ভালো খেলেছে। দলের জন্য এমনিতে ২৫ লাখ টাকা দিচ্ছি। সেঞ্চুরির জন্য, সঙ্গে যারা (ব্যক্তিগতভাবে) পারফর্ম করেছে তাদের আলাদা আলাদা টাকা দিচ্ছি। সব মিলিয়ে আমার ধারণা ৩৫ লাখ হবে।'
আয়ারল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের মেয়েদের

আয়ারল্যান্ডকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা বাংলাদেশের মেয়েদের

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। ফারজানা হক ৫৫ বলে ৬১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে আইরিশরা ৯ উইকেটে ১১৩ রান করে। বাছাইপর্বের ফাইনালে উঠেই আগামী বছর দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ২৪ রানে ৩ উইকেট নেন রুমানা আহমেদ। মাত্র ১৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার। নাহিদা আক্তার ও সোহেলি আক্তারও নেন ২টি করে উইকেট। ইনিংসের ২০ ওভারই করেন স্পিনাররা।
স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় বাংলাদেশের মেয়েদের

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের এ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল প্রায় নিশ্চিত বাংলাদেশের মেয়েদের। গতকাল আয়ারল্যান্ডকে হারানোর পর আজ ২য় ম্যাচে স্কটিশদের হারালো বাংলাদেশ। এ জয়ের পেছনে রয়েছে বাঘিনীদের দুর্দান্ত বোলিং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। মাত্র ৭৭ রানে অলআউট হয় তারা। ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নিগার সুলতানার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারের লড়াইয়ে উঠবে বাংলাদেশ। উদ্বোধনে নেমে শামিমা সুলতানা ৭ রান করে আউট হোন। বরাবরের মতো তিন নম্বরে নেমে শুরুর বিপদ সামলে নেন অধিনায়ক নিগার। বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সোহেলী আক্তার। তাঁর অফ স্পিনের সামনে দাঁড়াতে পারেননি
আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

আয়ারল্যান্ডকে হারিয়ে জয় দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করলেন বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ। আইরিশদের ১৪৩ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ। ১১৫ রানে ৮ উইকেট হারায় আয়ারল্যান্ড মেয়েদের দল। ২৫ বল খেলে ৩৯ রান করে আইরিশদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আইমিয়ার রিচার্ডসন। রিতু মনির করা ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে দুই রান নিতে গিয়ে রানআউট হোন ওই ওলরাউন্ডার। ২৬ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ইনিংসের ২ বল বাকি থাকতেই ১২৯ রানে অলআউট আইরিশরা। বাংলাদেশের তিন স্পিনার সালমা খাতুন, সানজিদা আক্তার ও নাহিদা আক্তারের স্পিনের সামনেই দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৪ ওভারে ১৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমা। সানজিদা ও নাহিদা ২৬ ও ২৩ রান দিয়ে পেয়েছেন ২টি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্য
৬ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

৬ গোলে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাটট্রিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ৪ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও ২ গোল দেন বাংলাদেশের মেয়েরা। সাবিনা ছাড়াও গোল পান মনিকা, সিরাজ জাহান স্বপ্না ও ঋতুপর্ণা চাকমা। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ভারত যদি জিতে যায়, তাহলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশেরও। এর আগে গত বুধবার 'এ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্নক ছিলেন সাবিনা-স্বপ্নারা। সাফ চ্যাম্পিয়নশিপে এটি সাবিনার দ্বিতীয় হ্যাটট্রিক। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়িতে আফগানিস্তানের বিপক্ষে ৫ গোল করেছিলেন বাংলাদেশের গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে ১৩ সেপ্টেম্বর।
পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

পুলিৎজার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী ফাহমিদা আজিম পুলিৎজার পুরস্কার পেয়েছেন ইনসাইডার ওয়েবসাইট প্রকাশিত “হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টারমেন্ট ক্যাম্প” (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্ট- এ অলঙ্করণের জন্য এ পুরস্কার জিতে নেন তিনি। সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক সম্মাননা হিসেবে বিবেচিত হয় এই পুরস্কার। এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকদের সঙ্গে পুলিৎজার জিতেন। তবে ফাহমিদা হচ্ছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক যিনি পুলিৎজার পুরস্কার পেলেন। ফাহমিদা আজিম এর আগে “সামিরা সার্ফ” বইয়ের অলঙ্করণের জন্যে এ বছরই “গোল্ডেন কাইট” পুরস্কার পান। ২০২০ সালে “মুসলিম উইমেন আর এভরিথিংস” এবং ২০২১ সালে “আমিরার পিকশ্চার ডে” গ্রন্থের প্রচ্ছদ করার জন্যও
ইতিহাস গড়ে পাকিস্তান পুলিশের শীর্ষপদে হিন্দু নারী

ইতিহাস গড়ে পাকিস্তান পুলিশের শীর্ষপদে হিন্দু নারী

মাত্র ১ নম্বরের জন্য ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় পাস করতে পারেননি। তবে সে ‘ব্যর্থতা’ ঢেকে ফেলে অন্য ক্ষেত্রে ‘সাফল্য’ খুঁজে পেয়েছেন মনীষা রূপেতা। পাকিস্তানের প্রথম হিন্দু নারী হিসাবে সে দেশের পুলিশের ডেপুটি সুপার পদে বসবেন তিনি পাকিস্তান পুলিশের এত উঁচু পদে কোনও হিন্দু নারী বসেননি। এই মুহূর্তে ট্রেনিং চলছে মনীষার। শীঘ্রই ওই পদে কাজ শুরু করবেন তিনি। অনেকের মতে, পাকিস্তানের মতো রক্ষণশীল তথা পুরুষশাসিত সমাজে মনীষার এই কীর্তি অনন্য। মনীষা জানিয়েছেন, তাঁদের বাড়ির সদস্যরাও অত্যন্ত রক্ষণশীল। তিনি বলেন, ‘‘আমরা পুরুষতান্ত্রিক পরিবেশে বড় হয়েছি। ছোটবেলা থেকে আমাদের বলা হত, পড়াশোনা করতে পারি। তবে পেশা বাছাইয়ের সময় শিক্ষকতা অথবা ডাক্তারিকেই বেছে নিতে হবে।’’ চাকরি করা বা আইন-আদালত বিষয়ক কোনও পেশা বেছে নেওয়ার ‘অধিকার’ না থাকলেও সে পথেই গিয়েছেন মনীষা। আদতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা
অস্ট্রেলিয়ার সিনেটর হলেন আফগান তরুণী

অস্ট্রেলিয়ার সিনেটর হলেন আফগান তরুণী

অস্ট্রেলিয়ার সংসদে সিনেটর হয়েছেন এক আফগান তরুণী। তার নাম নাম ফাতিমা পায়মান। বয়স ২৭ বছর। অস্ট্রেলিয়ার সংসদে প্রথম হিজাব পরিহিত সিনেটর হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। খবর জিও নিউজের। বাবার কথা মনে করে সংসদে বক্তৃতা দিতে যেয়ে ভেঙে পড়েন এই আফগান তরুণী। কারণ তার বাবা পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, যিনি একজন শরণার্থী হিসেবে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। ২০১৮ সালে পায়মানের বাবা ক্যানসারে মারা যান। পায়মান বলেন, কে ভেবে ছিল আফগানিস্তানে জন্ম নেওয়া একটি শিশু ও শরণার্থীর মেয়ে একদিন অস্ট্রেলিয়ার সংসদের সিনেটর হবে। পায়মান ২০০৩ সালে বাবা-মা ও তিন সহোদরের সঙ্গে অস্ট্রেলিয়ায় আসেন। সে সময় তার বয়স ছিল আট বছর। প্রথমে তিনি পার্থের অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে ভর্তি হন। এরপর ডাক্তার হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যান। এক পর্যায়ে নিজেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলেন। পার্লামেন্টে দেওয়া ভা
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী

ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী

ভারতের প্রথম আদিবাসী এবং নবীনতম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। এ উপলক্ষে উৎসবের আমেজ চলছে তাঁর গ্রাম উপরবেদা এবং শ্বশুরবাড়ি পাহাড়পুরে। দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মুহূর্তে বদলে গেল দ্রৌপদী মুর্মুর গ্রামের ছবি। ময়ূরভঞ্জ-কন্যার রাইসিনা হিলসের বাসিন্দা হওয়ার খবর পাওয়া মাত্র শুরু হল মিষ্টি বন্টন। ওড়িশার অখ্যাত আদিবাসী গ্রাম ভরে উঠল আলোর ছটায়। ভারতের প্রথম মূলবাসী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী। প্রস্তুতি অবশ্য আগেই নিয়ে রেখিছিলেন ময়ূরভঞ্জের বাসিন্দারা। দ্রোপদীর ছবি সম্বলিত হোর্ডিংয়ে মুড়ে গিয়েছিল রাস্তাঘাট। আর বৃহস্পতিবার তাঁর জয়ের খবর আসা মাত্রই রায়রংপুরে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর বাসভবনের সামনে বাজির শব্দ যেন আর থামছেই না। উৎসবের মেজাজে দ্রৌপদীর বাপের বাড়ির গ্রাম উপরবেদা। শ্বশুরবাড়ি পাহাড়পুরেও একই ছবি। বৃহস্পতিবার সন্ধ্যায় শুধু রায়রংপ
বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি হলেন সেলিনা হোসেন

একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক সেলিনা হোসেন বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পেয়েছেন। তার এই নিয়োগ আগামী তিন বছরের জন্য। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ এর ধারা-৬(১) এবং ৬(৩) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সেলিনা হোসেন এই নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর বাংলা একাডেমির সভাপতি ভাষাসংগ্রামী, শিক্ষাবিদ, লেখক ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম মারা যান। তার মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য হয়। সেলিনা হোসেন একাধারে কথাসাহিত্যিক, ঔপন্যাসিক, গবেষক এবং প্রাবন্ধিক। লেখালেখির পাশাপাশি তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। উপন্যাসে অবদানের জন্য ১৯৮