নাইজেরিয়ায় ধর্ষককে খোজা করার আইন পাস - Women Words

নাইজেরিয়ায় ধর্ষককে খোজা করার আইন পাস

নাইজেরিয়ার কাদুনা রাজ্যে ধর্ষণের সাজা হিসেবে পুরুষদের নপুংসক করে দেয়ার একটি আইন পাস হয়েছে। তবে ১৪ বছরের নিচে কাউকে ধর্ষণ করলে ধর্ষককে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হবে। এ সংক্রান্ত একটি আইনে সই করেছেন কাদুনার গভর্নর নাসির আহমাদ এল-রুফাই।

তিনি বলেছেন, শিশুদের একটি গুরুতর অপরাধ থেকে আরও বেশি রক্ষা করতে এই কঠোর শাস্তির প্রয়োজন।

করোনাভাইরাস মহামারির জন্য চলমান বিধিনিষেধের মধ্যেই নাইজেরিয়ায় নাটকীয়ভাবে বেড়েছে ধর্ষণের ঘটনা। তাই ধর্ষকদের মৃত্যুদণ্ডসহ কঠোর সাজার দাবি জানিয়েছে নারী অধিকার গ্রুপগুলো।

তাই কাদুনা রাজ্য যে আইন পাস করলো তা ধর্ষণের বিরুদ্ধে নাইজেরিয়ায় সবচেয়ে কঠোর সাজা। আফ্রিকা সবচেয়ে জনবহুল দেশটির এই রাজ্য আইনে যে সংশোধনী এনেছে তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি ১৪ বছরের বেশি বয়সী কাউকে ধর্ষণ করে তবে তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হবে।

এর আগে ওই আইন অনুযায়ী, কোনও ব্যক্তি একজন পূর্ণবয়স্ক নারীকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ ২১ বছরের সাজা ভোগ করতে হতো। এছাড়া কোনও শিশুকে ধর্ষণ করলে তাকে যাবজ্জীবন সাজা দেয়া হতো।
উল্লেখ্য, একজন নারী ১৪ বছরের কম বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন। এরপর সাজা হিসেবে তার গর্ভনালী ফেলে নেয়া হয়।