
চীনে গিয়ে কী খাবেন?
শান্তা মারিয়া
চীনের খাবার নিয়ে অনেকেরই নানা রকম প্রশ্ন রয়েছে। চীনে প্রথমবার যারা যান তারা নাকি অনেকেই খাবারের কষ্টে পড়েন। এখানে আমি বলতে চাই যে, চীনে গিয়ে সঠিক খাবারটি যদি বেছে নিতে পারেন, তাহলে দেখবেন চীনে সুস্বাদু খাবারের অভাব নেই। চীনের খাবারের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে। বিশ্বব্যপী খ্যাতিও আছে। চীনা খাবারে বিশেষ কিছু মশলা ব্যবহার করা হয় যা অত্যন্ত সুস্বাদু। চীনের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকম কুইজিন রয়েছে। এরমধ্যে আমাদের বাংলাদেশের মানুষের টেস্টের সঙ্গে যায় শিংচিয়ান ও সিচুয়ান প্রদেশের খাবার। চীনেরও প্রধান খাদ্য ভাত। ফ্রাইড রাইসও পাওয়া যায় প্রতিটি রেস্টুরেন্টে। ছাও ফেন মানে ফ্রাইড রাইস। এটা অর্ডার করলে অবশ্যই খেতে পারবেন। বিভিন্ন রকম ছাওফেন আছে। যেমন ডিমের, মাংসের ইত্যাদি। ডিমের (চিতান) ছাওফেন বেশ সুস্বাদু।
চীনের সুস্বাদু খাবারের মধ্যে বিখ্যাত হলো রোস্টডাক ও হটপট। রোস্ট ডাকের চীনা নাম ‘খাওয়