
সৃজনশীল পদ্ধতি নিয়ে কিছু কথা
মুহম্মদ জাফর ইকবাল
১) আমি মাঝে মাঝেই একটা প্রশ্ন শুনতে পাই, "সৃজনশীল পদ্ধতি কী কাজ করছে?" প্রশ্নটা শুনে আমি সবসময়েই অবাক হয়ে যাই এবং উত্তরে কী বলব বুঝতে পারি না। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে "রাত্রে ঘুমানোর পদ্ধতি কী কাজ করছে" তাহলে আমি যেরকম বুঝতে পারি না কী উত্তর দেব এটাও সেরকম! এর থেকেও বেশি অবাক হই যখন শুনি কেউ বলছে "পড়ালেখার পদ্ধতি যদি সৃজনশীল না হয় তাহলে সৃজনশীল প্রশ্ন কাজ করবে কেমন করে?"
এই প্রশ্নটি শুনলে বুঝতে পারি যিনি প্রশ্ন করছেন তিনি "সৃজনশীল পদ্ধতি" নয় লেখাপড়ার ধরনটিই ধরতে পারেন নি! কেন আমি এরকম একটি কথা বলছি সেটা একটু বোঝানোর চেষ্টা করি।
সৃজনশীল পদ্ধতি নামটি দিয়ে শুরু করা যাক। যখন এটা শুরু করা হয়েছিল তখন এর নাম ছিল কাঠামোবদ্ধ প্রশ্ন এর অর্থ পরীক্ষার প্রশ্ন একটি কাঠামো বা স্ট্রাকচারের মাঝে করা হবে। আগে যে কোনো এক ধরনের কাঠামোর ভেতর ছিল না তা নয়, তবে কাঠামোবদ্ধ প্রশ্নটি আরো বেশ