
জয় দিয়ে বিশ্বকাপ অভিষেক বাংলাদেশের মেয়েদের
মেয়েদের ক্রিকেটে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আজ দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান করে অস্ট্রেলিয়া। ১৩১ রানের লক্ষ্য তাড়া করে ১৩ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশ।
জয়সূচক রানের পর উচ্ছ্বাসে ভাসেন বাংলাদেশের মেয়েরা। ডাগআউট থেকে ছুটে এসে দুই অপরাজিত ব্যাটার স্বর্ণা আক্তার ও সুমাইয়া আক্তারকে জড়িয়ে ধরেন সতীর্থরা।
৬০ বলে ৬৬ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও আফিয়া প্রত্যাশা। ৪২ বলে ৪০ রান করেন দিলারা ও ২২ বলে ২৪ রান করেন আফিয়া। দিলারার ইনিংসে ছিল ৭টি চার, আর ২টি করে চার-ছক্কা ছিল প্রত্যাশার ইনিংসে। ৪১ রানে অপরাজিত ছিলেন সুমাইয়া আক্তার।
দুটিকরে উইকেটই পেয়েছেন দিশা বিশ্বাস ও মারুফা আক্তার।
অস্ট্রেলিয়ার পক্ষে ৭৬ রা