পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা - Women Words

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়েছেন বাঘিনীরা।
পাশাপাশি তারা ২৩৪ রান করে গড়েছেন রেকর্ড। সেটি ছিল ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। রেকর্ড এবং ইতিহাস তাই একই দিনে।

পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার সিদরা আমিন করেছেন শতক। তিনি যতক্ষণ ছিলেন, পাকিস্তানের জয়ের আশা ছিল। নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরতেই বাংলাদেশের মেয়েদের জয় বলতে গেলে নিশ্চিত হয়ে যায়।

খেলার বেশির ভাগ সময় জুড়ে দাপট দেখিয়েছিল পাকিস্তান। মাত্র ২ উইকেটেই ১৮৩ রান করে ফেলেছিল পাকিস্তান। কিন্তু ফাহিমা খাতুনের পাশাপাশি সালমা-জাহানারাদের দারুণ বোলিংয়ে মাত্র ৫ রানেই ৫ উইকেট পড়ে যায় পাকিস্তানের। শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট না হলেও করতে পেরেছে ৯ উইকেটে ২২৫ রান। ৮ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ–সেরা ফাহিমা খাতুন।

পর পর চার ম্যাচে হেরে লিগ তালিকায় শেষে পাকিস্তান।