
ধর্ষণের অভিযোগ করা নারীর কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন ব্রিটনি হিগিন্স। আজ মঙ্গলবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে সেই নারীর কাছে ক্ষমা চান দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বিবিসির খবরে জানা যায়, ব্রিটনি হিগিন্স অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সাবেক কর্মী ছিলেন। ২০১৯ সালে পার্লামেন্ট ভবনে এক সহকর্মী তাঁকে ধর্ষণ করেছিলেন বলে তিনি অভিযোগ করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে ওই খবর প্রকাশ হয়। এরপর থেকে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, হিগিন্সের ওই ঘটনা সামনে আসার পর দেশটিতে বিক্ষোভও হয়। প্রধানমন্ত্রীর পাশাপাশি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতাসহ অন্যরাও হিগিন্সের কাছে ক্ষমা চেয়েছেন।
প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘যে ঘটনা ঘটেছে, সে জন্য হিগিন্সের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ পার্লামেন্ট ভবনে কোনো কর্মীকে অপমানের দীর্ঘদিনের যে চর্চা, তারও বর্ণনা দেন তিনি