যুক্তরাষ্ট্রের বিপক্ষে শারমিনের সেঞ্চুরি - Women Words

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শারমিনের সেঞ্চুরি

বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের শারমিন আক্তার।

ওপেনিংয়ে নেমে ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার।

আজ ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ ও সাতে নামা লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তুলেছে ৩২২ রান।

রেকর্ড আছে, এমন যেকোনো পর্যায়ের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে এর আগে শারমিন আক্তারের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৮৩ রানের। শুধু ৫০ ওভারের নয়, যেকোনো সংস্করণেই এটিই সর্বোচ্চ স্কোর ছিল তাঁর।

তবে যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচটি পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। কদিন আগে ৫০ ওভারের ম্যাচকে লিস্ট ‘এ’ হিসেবে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, ফলে এটিও পড়ছে সে পর্যায়েই।

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সালমা করেছিলেন অপরাজিত ৭৫ রান, রুমানা অবশ্য ৭৫ রান করে আউট হয়েছিলেন।

টারা নরিসের বলে চার মেরে আজ ৯৯ রানে পৌঁছান শারমিন। এরপর একটা ট্রিপলে পৌঁছে যান তিন অঙ্কে। সেঞ্চুরিতে যেতে ১১৮ বল খেলেছেন তিনি, এর আগে ফিফটি করেছিলেন ৫৫ বল খেলে। শেষ পর্যন্ত ইনিংসে শারমিন মেরেছেন ১১টি চার।

আজ টসে হেরে হারারেতে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। মুর্শিদার সঙ্গে শারমিনের ওপেনিং জুটিতেই ওঠে ৯৬ রান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল নিগারের দল। আজ যুক্তরাষ্ট্রকে হারাতে পারলে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের।

সূত্র: প্রথম আলো