এপ্রিল ৩, ২০২১ - Women Words

Day: এপ্রিল ৩, ২০২১

ফিল্মফেয়ার নিয়ে জয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

ফিল্মফেয়ার নিয়ে জয়ার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

ভারতের বিখ্যাত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ এর বাংলা সংস্করণে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। গত বুধবার রাতে জমকালো অনুষ্ঠানে পুরস্কার হাতে পাওয়ার প্রায় তিনদিন পর প্রতিক্রিয়া জানালেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে। উইমেন ওয়ার্ড পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো- ‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এল। অতিমারির বিষণ্ন দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, ‘তুমি এটা পার হয়ে এগিয়ে যাও।’ ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য। একটা ‘বিজয়া’, আরেকটা ‘রবিবার’। পুরস্কারটা এল, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদ্‌যাপন চলছে। মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ–ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর ‘বিজয়া’ ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝরনাধারা। আমার করা এ