
ভূস্বর্গের প্রথম নারী বাসচালক
যদি লক্ষ্য থাকে অটুট, থাকে নিজের ওপর আস্থা, তাহলে রক্তচক্ষু উপেক্ষা করা যায় অবলীলায়। দক্ষ হাতে স্টিয়ারিং ধরে পৌঁছানো যায় গন্তব্যে। এ কথা আবারও প্রমাণ করলেন ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মিরের এক নারী। ত্রিশ বছর বয়সী ওই নারীর নাম পূজা দেবী। ভারতের জম্মু-কাশ্মিরে যাত্রীবাহী বাসের প্রথম নারী চালক হিসেবে নজির গড়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একটি যাত্রীবাহী বাস চালিয়ে কাঠুয়া থেকে তিনি জম্মুতে যান। এরই সঙ্গে পুরুষতান্ত্রিক সমাজের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে শুরু হলো ট্যাবু ভাঙার যাত্রা। এ সময় তার বড় ছেলে এবং ক্লাস সিক্সে পড়া মেয়ে তার পাশের সিটে বসা ছিল।
কাঠুয়া জেলার সন্ধ্যার বাসলি নামক প্রত্যন্ত গ্রামে বড় হয়েছেন পূজা দেবী। তিনি এখন দুই সন্তানের মা।
পূজা বলেন, জম্মু-কাঠুয়া-পাঠানকোট একটি কঠিন রাস্তা। মালবাহী ভারী গাড়ি চলে এই মহাসড়কে। কিন্তু এই চ্যালেঞ্জ নেওয়াই তো ছিল আমার স্বপ্ন। অবশেষে