
মিয়ানমার সেনাদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় জয় রাখাইন নারীর
মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মাসব্যাপী লড়াই করে বিরল জয় পেয়েছেন দেশটির রাখাইন রাজ্যের নারী থেইন নু। খবর আল জাজিরার।
মামলার রায়ে তিনজন ধর্ষককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। থেইন আশা করেন, এই রায় ধর্ষণের শিকার অন্য নারীদের সাহস নিয়ে মুখ খুলতে অনুপ্রেরণা যোগাবে এবং সেনাবাহিনীর অপরাধ করে শাস্তি এড়িয়ে যাওয়াকে চ্যালেঞ্জ করবে।
৩৬ বছর বয়সী থিয়েন নু চারজন সেনা সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন। মিয়ানমারে বিবাদমান অঞ্চলগুলোতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক দিন থেকেই আছে।
থেইনকে এ বছরের জুনে উত্তর রাখাইন অঞ্চলে ধর্ষণ করা হয়েছিল। প্রায় দুই বছর ধরে রাখাইনের আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যুদ্ধ চলছে। রাখাইনের আদিবাসীদের স্বাধীনতা দাবি করে আসছে আরাকান আর্মি।
পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার ক