জুন ৩, ২০২০ - Women Words

Day: জুন ৩, ২০২০

কোথায় আছেন, কেমন আছেন এশিয়ার প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ ফারিয়া?

কোথায় আছেন, কেমন আছেন এশিয়ার প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ ফারিয়া?

রিটা ফারিয়া। শুধু প্রথম ভারতীয়ই নন, ১৯৬৬ সালে প্রথম এশীয় হিসেবে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ী হন। ১৯৪৩ সালের ২৩ অগস্ট রিটার জন্ম বোম্বে শহরে। তার বাবা কাজ করতেন মিনারেল ওয়াটার প্ল্যান্টে আর মায়ের বিউটি পার্লার ছিল। গ্রান্ট মেডিকেল কলেজের ছাত্রী রিটা ২৩ বছর বয়সে কিছুটা মজা করেই যোগ দেন ‘মিস বোম্বে’র মঞ্চে। এই খেতার জেতার পর ১৯৬৬ সালে ‘ইভস উইকলি মিস ইন্ডিয়া’ মঞ্চেও বিজয়িনী হন। একই বছর ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হন ইয়াসমিন ডাজি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিস ইউনিভার্সের মঞ্চে। তবে প্রথম তিনের মধ্যে থাকতে পারেননি। অন্যদিকে ডার্ক হস রিটাও মিস ওয়ার্ল্ডের মঞ্চে সম্ভাব্য বিজয়িনীদের মধ্যে ছিলেন না। লন্ডনের ওয়েলিংটন স্ট্রিটের লাইসিয়াম বলরুমে বসেছিল প্রতিযোগিতার আসর। কে বিজয়িনী হবেন, তা নিয়ে জমে উঠেছিল লন্ডনের বুকিদের খেলা। ৬৬ জন সুন্দরীর মধ্যে বুকিদের বাজি ছিল মিস লন্ডন জেনিফার লোয়ি। আর রিটার জন
একতা কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

একতা কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগ

‘ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তির উপর আঘাত করা হয়েছে ওয়েব সিরিজে’ এমন অভিযোগে পুলিশের কাছে সাধারণ ডায়েরি করা হল একতা কাপুর এবং শোভা কাপুরের বিরুদ্ধে। বিগ বস ১৩-র প্রতিযোগী হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ পাঠক অভিযোগ দায়ের করেন একতা কাপুর এবং শোভা কাপুরের বিরুদ্ধে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই কথা প্রকাশও করেন হিন্দুস্থানি ভাউ। হিন্দুস্তানি ভাউ অভিযোগ করেন, ভারতীয় সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে একতা কাপুর এবং শোভা কাপুরের ওয়েব সিরিজে। সেই অভিযোগেই জিতেন্দ্র-কন্যা তথা জনপ্রিয় প্রযোজকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। হিন্দুস্তানি ভাউয়ের ওই অভিযোগ প্রকাশ্যে আসার পর টুইটারে অনেকেই হ্যাশট্যাগ নিয়ে একতা কাপুরের ওই ওয়েব সিরিজের বিরুদ্ধে সরব হতে শুরু করেন। যদিও একতা এ বিষয়ে পালটা কোনো মন্তব্য করেননি।