এপ্রিল ৮, ২০২০ - Women Words

Day: এপ্রিল ৮, ২০২০

এবার করোনায় আক্রান্ত কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত কানাডার পররাষ্ট্র উপমন্ত্রী

করোনাভাইরাস এবার  আক্রান্ত করেছে কানাডার পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী মারটা মর্গান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গ্লোবাল নিউজ এ খবর দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, উপমন্ত্রী মারটা মর্গানের দেহে করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল বলে মন্ত্রণালয় জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উপমন্ত্রীর সংস্পর্শে আসা কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করার কাজ চলছে। কানাডায় এখন পর্যন্ত ১৭ হাজার ৮৯৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৩৮১ জন আর সেরে উঠেছেন ৪০৯২ জন। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে টরন্টোতে ইতোমধ্যে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জে কে রাওলিং জানালেন করোনামুক্তির কথা

জে কে রাওলিং জানালেন করোনামুক্তির কথা

করোনাভাইরাসের লক্ষণ নিয়ে দুই সপ্তাহ কাটিয়ে অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন  জনপ্রিয় ব্রিটিশ লেখিকা ও হ্যারি পটারের স্রষ্ঠা জে কে রাওলিং। গতকাল টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ৫৪ বছর বয়সী এই লেখিকা আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন। ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই।