মার্চ ২৮, ২০২০ - Women Words

Day: মার্চ ২৮, ২০২০

করোনার কিট বানালেন সন্তানও জন্ম দিলেন

করোনার কিট বানালেন সন্তানও জন্ম দিলেন

পৃথিবীর অন্যতম জনবহুল দেশ ভারতে করোনাভাইরাস পরীক্ষার কিটের স্বল্পতা নিয়ে সমালোচনার মুখে দেশটিকে সফলতা দেখালেন এক নারী। প্রথমবারের মতো সম্পূর্ণ ভারতে তৈরি করা তার কিটে শতভাগ নির্ভুল ফল পাওয়া গেছে। এই সাফল্য নারী বিজ্ঞানীর হাত ধরে এসেছে তিনি মিনাল দাখেভে ভোঁসলে। মহারাষ্ট্রের পুনের মাইল্যাব ডিসকোভারির গবেষণা ও উন্নয়ন প্রধান হিসেবে কর্মরত মিনাল একজন ভাইরোলজিস্ট, ভাইরাস নিয়ে কাজ তাঁর। প্রথম ভারতীয় কোনো প্রতিষ্ঠান হিসেবে মাইল্যাব করোনাভাইরাস পরীক্ষার জন্য কিট বানিয়ে বাজারজাত করার অনুমতি পেয়েছে। গত বৃহস্পতিবার তাদের কিট বাজারে পৌঁছে গেছে। প্রথম চালানে প্রতিষ্ঠানটি পুনে, মুম্বাই, দিল্লি, গোয়া ও বেঙ্গালুরুতে ১৫০টি কিট পাঠিয়েছে। মাইল্যাবের চিকিৎসাবিষয়ক পরিচালক গৌতম ওংকারে গতকাল শুক্রবার বিবিসিকে বলেন, তাঁদের প্রতিষ্ঠান এইচআইভি, হেপাটাইটিস বি ও সি এবং অন্যান্য অসুখের পরীক্ষার জন্য কিট বানিয়ে থা