08 | March | 2020 | | Women Words

Day: মার্চ ৮, ২০২০

ফিল্ম ক্লাবের মিলনমেলায় গাইলেন মৌসুমী-শাকিব খান

ফিল্ম ক্লাবের মিলনমেলায় গাইলেন মৌসুমী-শাকিব খান

চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, তারকা অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে গতকাল নরসিংদীর মাধবদীর নওপারায় ‘হেরিটেজ রিসোর্টে’ হয়ে গেল বাংলাদেশ ফিল্ম ক্লাবের ‘পারিবারিক মিলনমেলা ২০২০’। আর সেই অনুষ্ঠানে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘এখন তো সময় ভালোবাসার’ শিরোনামের জনপ্রিয় গানটি সকলকে গেয়ে শোনান চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। আর সেই গানে মৌসুমীর সঙ্গে গাইলেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানও। সকাল থেকে শুরু হওয়া এই মিলনমেলার আহ্বায়ক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তারকাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলমগীর, অঞ্জনা, ফিল্ম ক্লাবের সভাপতি অমিত হাসান, ওমর সানী, শাকিব খান, শাহনূর, পপি, রত্নাসহ অনেকে। অনুষ্ঠানে ওমর সানী-পপির পরিবেশনাও ছিল চোখে পড়ার মত। পরিচালক সমিতির পক্ষ থেকে মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান, অপূর্ব রানা, শাহীন কবির টুটুলসহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলচ্চিত্র প্রযোজ