অক্টোবর ১৮, ২০১৯ - Women Words

Day: অক্টোবর ১৮, ২০১৯

প্রথমবার মহাকাশ বিচরণে গেলো নাসার নারী নভোচারী দল

প্রথমবার মহাকাশ বিচরণে গেলো নাসার নারী নভোচারী দল

মহাকাশে বিচরণের জন্য প্রথমবারের মতো নারী নভোচারীদের একটি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির দুই নভোচারী ক্রিস্টিনা কোচ ও জেসিকা মেইর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) ছেড়েছেন অকেজো হয়ে পড়া একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ইউনিট বদলানোর জন্য।  অভিযানে দুই নভোচারী সাড়ে পাঁচ ঘণ্টা অবস্থান করবেন। এই সময়ের মধ্যে তারা বিদ্যুৎ নিয়ন্ত্রক পাল্টাবেন। ফেরার সময় তারা অকেজো হয়ে পড়া যন্ত্রটি নিয়ে আসবেন। স্থানীয় সময় জিএমটি ১১টা ৩৮ মিনিটে নাসার মহাকাশ পোশাক পরে ন কোচ ও মেইর। তারা আইএসএস’র পোর্ট-৬ এ গমণ করবেন। ব্যাটারি চার্জ-ডিসচার্জ ইউনিট বলে পরিচিত একটি যন্ত্র পাল্টানোর কাজ করবেন তারা। কাজ সম্পূর্ণ হলে অকেজো যন্ত্রটি নিয়ে স্পেসএক্স ড্রাগনে ফিরে আসবেন। কোচসহ এখন পর্যন্ত ১৩ জন নারী মহাকাশচারী রয়েছে। তিনি এই বছর মহাকাশ স্টেশনে এরই মধ্যে দুটি এক্সট্রা-ভেহিকুলার অ্যাক্টিভিটিজে (ইভিএ)অং
ছাত্র রাজনীতি

ছাত্র রাজনীতি

মুহম্মদ জাফর ইকবাল আবরারের হত্যাকাণ্ডের ঘটনাটি আমাদের সবাইকে একটা বিশাল ধাক্কা দিয়ে গিয়েছে। প্রাথমিক রাগ দুঃখ হতাশা এবং ক্ষোভের পর্যায়টুকু শেষ হয়ে যাবার পর আমরা এখন তার পরের পর্যায়টুকু দেখতে পাচ্ছি যেখানে এই অত্যন্ত হৃদয়বিদারক ঘটনাটি নিয়ে দেশে-বিদেশে অল্প বিস্তর রাজনীতি করা শুরু হয়েছে। সরকারও তাদের মুখ রক্ষার কাজ শুরু করেছে, যদিও তাদের জন্য কাজটি খুব সহজ নয়। আমরা সবাই জানি আবরারকে নির্যাতন থেকে রক্ষা করার জন্য খবর পেয়ে পুলিশ এসেছিল কিন্তু যেহেতু তাকে নির্যাতন করছিল ছাত্রলীগের নেতাকর্মী তাই তারা দরকার হলে শক্তি প্রয়োগ করে হলেও তাকে উদ্ধার করার সাহস পায়নি। বিশ্ববিদ্যালয়ের কম বয়সী কয়েকজন তরুণ ছাত্রের সামনে রাষ্ট্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী শক্তিহীন, ক্ষমতাহীন অসহায় দুর্বল কিছু মানুষ, তাদের চোখের সামনে অচিন্ত্যনীয় নৃশংসতায় একটি হত্যাকাণ্ড ঘটে যেতে পারে কিন্তু তারা কিছু করতে পারে না এটি মেনে নেওয়া