ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে ডেনমার্কে - Women Words

ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে ডেনমার্কে

ডেনমার্কে যৌন সহিংসতার হার ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এমনকি ধর্ষণের ঘটনাও ঘটছে অহরহ। গত সপ্তাহে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সেই সঙ্গে উঠে এসেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে ডেনমার্কেই বর্তমানে ধর্ষণের হার বেশি। সে দেশে গত এক বছরে পাঁচ হাজার একশ নারী ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। যদিও ডেনমার্কের সাউদার্ন ইউনিভার্সিটির এক গবেষণায় উঠে এসেছে, ২০১৭ সালে সে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ২৪ হাজার নারী।

ওই বছর পুলিশের কাছে আটশ ৯০ জন নারী ধর্ষণের অভিযোগ করেছেন। তার মধ্যে বিচার চলেছে পাঁচশ ৩৫ মামলার। অন্যদিকে মীমাংসা করা হয়েছে ৯৪টি মামলা।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে ২০১৭ সালে ডেনমার্ক ছিল দ্বিতীয় নম্বরে। এক নম্বরে ছিল সুইডেন। এমনকি গৃহের কাজেও সে দেশে লৈঙ্গিক সমতা ছিল। 

সূত্র: কালের কন্ঠ