ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সাবেক লর্ড আহমদ - Women Words

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত সাবেক লর্ড আহমদ

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত হয়েছেন লেবার পার্টির সাবেক লর্ড সদস্য নাজির আহমদসহ আরও দু’জন। ৬১ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভুত লর্ড আহমদকে যৌন হয়রানীর উদ্দেশ্যে অশালিন আচরণসহ তিনটি অভিযোগে অভিযুক্ত করেছে পুলিশ। অভিযুক্ত বাকি দুজন হলেন, ৬৮ বছর বয়সী মোহাম্মদ ফারুক, ৬৩ বছর বয়সী মোহাম্মদ মোহাম্মদ তারিক। তারা তিনজন ই রদারহ্যামের বাসিন্দা।

ঘটনাগুলো ১৯৭১ থেকে ১৯৭৪ সালের মধ্যে সংগঠিত হয়, যখন আহমদ ছিলেন কিশোর বয়সী। ঘটনার শিকার দুইজনের একজন হলো একটি মেয়ে এবং অপরজন একজন বালক, যার বয়স ছিল ১৩ বছরের কম।

সাউথ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তিনজনকে আগামী ১৯ মার্চ শেফিল্ড ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে।

উল্লেখ্য, লর্ড নাজির আহমদ পাকিস্তানে জন্ম গ্রহণ করেন। ১৯৬৯ সালে পরিবারের অন্যদের সঙ্গে বিলেতে এসে তার বাবার সঙ্গে যোগ দেন। তার বাবা রদারহ্যামে স্টীল মিলে কাজ করতেন। ১৯৭৫ সালে মাত্র ১৮ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। আর ১৯৯০ সালে রদারহ্যামের কাউন্সিলর নির্বাচিত হন। ১৯৯৮ সালে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে তিনি হাউস অব লর্ডসের সদস্য হন। ২০১২ সালে পাকিস্তানের এক জঙ্গি নেতাকে সমর্থন করে বক্তব্য প্রদানের অভিযোগে তাকে লেবার পার্টি থেকে বরখাস্ত করা হয়।