ঐতিহাসিক সেই চুম্বনরত ভাস্কর্যে লেখা হলো '#মি টু' - Women Words

ঐতিহাসিক সেই চুম্বনরত ভাস্কর্যে লেখা হলো ‘#মি টু’

যৌন নির্যাতনের ঘটনায় বিশ্বের নানা দেশের নারীরা অনলাইনে ‘#মি টু’-এ প্রকাশ করছেন নিজেদের কথা। এবার সেই ‘#মি টু’ কথাটি লিখে দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক এক ভাস্কর্যে।

অনেকেই প্রশ্ন করছেন এটি কি #মি টুতে প্রকাশ করার মতো যৌন হয়রানির ঘটনা ছিল? যদিও ভাস্কর্যটি সে সময় একটি ঐতিহাসিক বিষয় হিসেবেই তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে এক নার্সকে আকস্মিক চুম্বন করেছিলেন একজন মার্কিন নাবিক। অনেকেই বলছেন ঘটনাটি প্রকৃতপক্ষে যৌন হয়রানির। তবে এর বিপক্ষেও রয়েছেন কেউ কেউ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে এক নার্সকে আকস্মিক চুম্বন করেছিলেন একজন মার্কিন নাবিক। তারই আদলে গড়া তাদের ভাস্কর্যটি তৈরি করা হয়।

কে বা কারা লাল কালিতে ‘#মি টু’ লিখেছে বলে অভিযোগ করা হয়েছে। ফ্লোরিডার সারাসোটার পুলিশ বলেছে, যে নার্সকে চুম্বন করা হচ্ছিল তার পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত লাল কালির গ্রাফিতি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এ জন্যে ভাস্কর্যটির যে ক্ষতি হয়েছে তার পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার মার্কিন ডলার।

ধারণা করা হচ্ছে এই কাজটি গত সোমবার করা হয়েছে। এর একদিন আগে ওই নাবিক জর্জ মেন্দোন্সা ৯৫ বছর বয়সে মারা গেছেন।

সূত্র: কালের কন্ঠ