শবরীমালা মন্দিরে প্রবেশ করলেন দুই নারী - Women Words

শবরীমালা মন্দিরে প্রবেশ করলেন দুই নারী

অবশেষে ভারতের কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে প্রবেশ করেছেন দুই নারী। আজ বুধবার ভোরে তারা এই মন্দিরে প্রবেশ করেন। এই মন্দিরে এতদিন ঋতুমতি নারীদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। 

জানা গেছে, আজ পাহাড়ে ঘেরা ওই মন্দিরে প্রবেশ করেছেন দুজন নারী। এই নারীদের নাম বিন্দু ও কনকা দুর্গা; দুজনেরই বয়স প্রায় চল্লিশ বছর। ভোর পৌনে ৪ টায় পাম্বা বেস ক্যাম্প থেকে পাহাড়ে ওঠা শুরু করেন তারা। 

এদিকে, এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি জানান, শবরীমালা মন্দিরে নারীরা প্রবেশ করেছেন। যারা এই মন্দিরে যেতে চান তাদের সুরক্ষা দেওয়া পুলিশের দায়িত্ব।  

হোয়াটস অ্যাপে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, কালো পোশাক পরে মন্দিরে দিকে এগিয়ে যাচ্ছেন দুই  নারী, সঙ্গে রয়েছে পুলিশ।  

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে এক ঐতিহাসিক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট জানায়, সব বয়সের নারীরাই কেরালার শবরিমালা মন্দিরে প্রবেশ করতে পারবে। 

সূত্র: কালের কন্ঠ, এনডিটিভি