৯২ আরোহী নিয়ে রুশ বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত - Women Words

৯২ আরোহী নিয়ে রুশ বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ৯২জন আরোহী নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে রয়টার্স জানায়, ৫০-৭০ মিটার গভীরে এবং উপকূল থেকে দেড় কিলোমিটার দূরে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।  

একটি অনির্দিষ্ট সূত্রের বরাতে রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য এটা ইঙ্গিত করে যে, যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলের কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ নিশ্চিত করেন যে, বিমান দুর্ঘটনায় নিহত একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে, যা সোচি উপকূল থেকে ৬ কিলোমিটার দূরে পাওয়া যায়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। এর মিনিট বিশেক পর উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবিসির খবরে আরও বলা হয়, আরোহীদের মধ্যে এখনও পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি।